সিবিআই রিপোর্ট - Latest News on সিবিআই রিপোর্ট| Breaking News in Bengali on 24ghanta.com
নন্দীগ্রামকাণ্ডে সিবিআই রিপোর্টে অখুশি হাইকোর্ট

নন্দীগ্রামকাণ্ডে সিবিআই রিপোর্টে অখুশি হাইকোর্ট

Last Updated: Thursday, July 25, 2013, 13:00

নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় সিবিআই রিপোর্টে খুশি নয় হাইকোর্ট। নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ আদালতের। রাজ্যের তদন্তকারী অফিসারদের সাহায্য নিয়ে নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ। ১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে বলল হাইকোর্ট।