সিলসিলার রেশ এবার রা - Latest News on সিলসিলার রেশ এবার রা| Breaking News in Bengali on 24ghanta.com
কমল না দূরত্ব <br>সিলসিলার রেশ এবার রাজ্যসভায়ও</br>

কমল না দূরত্ব
সিলসিলার রেশ এবার রাজ্যসভায়ও

Last Updated: Wednesday, May 2, 2012, 19:55

একানব্বই আর নিরানব্বই। ব্যবধান মাত্র আটের। আর সেটা যদি বসার আসন হয় তাহলে তো বেশ কাছেই বলতে হবে। কিন্তু এত নৈকট্য না-পসন্দ জয়া বচ্চনের। কারণ দীর্ঘ প্রায় চল্লিশ বছর যাঁকে বারবার এড়িয়ে গেছেন, তাঁর এত কাছে কীভাবে বসা সম্ভব! কারণ তিনি যে রেখা! রেখা রাজ্যসভায় সাংসদ মনোনীত হতেই নিজের আসন বদলের আর্জি জানিয়েছেন জয়া বচ্চন।