Last Updated: Tuesday, June 12, 2012, 11:50
সুন্দরবনের লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। রাতে গোসাবার দয়াপুরে ঢুকে পরে রয়্যাল বেঙ্গলটি। গ্রামে ঢুকে দুটি ছাগল মারে সে। রবিবার রাতেও বাঘের হানার জেরে আগে থেকেই দয়াপুরে রাতপাহারার ব্যবস্থা করেছিলেন বন দফতরের কর্মীরা।