সুভাষ চাঁদ - Latest News on সুভাষ চাঁদ| Breaking News in Bengali on 24ghanta.com
বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিসকর্মীর অবস্থা আশঙ্কাজনক

বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিসকর্মীর অবস্থা আশঙ্কাজনক

Last Updated: Monday, December 24, 2012, 16:13

রবিবারের দিল্লির বিক্ষোভে প্রতীবাদকারীদের হাতে বেধড়ক মার খাওয়া এক পুলিসকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে। কারাওয়াল নগর পুলিস স্টেশনের কর্মী সুভাষ চাঁদ গতকাল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন ছিলেন, তখনই বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হন তিনি। আজ তিনি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।