Last Updated: Sunday, June 16, 2013, 17:41
নরেন্দ্র মোদী ইস্যুতে সতেরো বছরের এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে জেডিইউ। নীতীশ কুমার সিদ্ধান্ত শোনানোর পর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এ দিন বিজেপর মুখপাত্র মুখতার আব্বাস নাকভি জানান, নরেন্দ্র মোদী প্রসঙ্গে কোনও আপোস করা হবে না। নরেন্দ্র মোদীকে নিয়ে জোট যদি আবার ভাঙে, তাহলেও আপোস করবে না বিজেপি।