Last Updated: Sunday, June 29, 2014, 15:04
চার মাসের নির্বাসন হয়েও লুইস সুয়ারেজ রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেলেন। কিন্তু তার সঙ্গে ফিফার দাওয়াই সঠিক চিকিত্সা করে সুস্থ জীবনে ফিরে আসার। ফিফার জেনারেল সেক্রিটারি জেরম ভাল্কে সাংবাদিক বৈঠকে জানান, "এই শাস্তি ভবিষ্যতে লিভারপুলের তারকাকে সাবধান করবে। ফিফার শাস্তি যথাযথ।" তিনি আরও জানান, সুয়ারেজের খুব শীঘ্রই চিকিত্সার প্রয়োজন আছে।