Last Updated: Sunday, March 24, 2013, 10:22
এসে গেল বসন্ত উত্সব। দোল মানেই হৃদয়ে দোলা লাগার দিন। খেলার ছলে দোদুল্যমান হৃদয়ে আরও কিছুটা বাতাস লাগানোর দিন। দোলের মধুর স্মৃতি গাঁথা হয়ে থাকে সকলের মনেই। সেরকমই কিছু রংবেরঙের স্মৃতি নিয়ে আমাদের সঙ্গে রং মেখে সঙ হলেন বং তারকারা।