Last Updated: Monday, July 1, 2013, 18:16
সহপাঠীদের মারধরে গুরুতর আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল নার্সিংহোমে। ঘটনাটি ঘটেছে রাজারহাটের ন্যাশনাল ইংলিশ স্কুলে। আক্রান্ত সায়ন্তন বসু দ্বাদশ শ্রেণির ছাত্র। আজ স্কুল ছুটির সময় সহপাঠীদের সঙ্গে বচসা বাধে সায়ন্তনের। অভিযোগ, এরপরই দুই সহপাঠী সায়ন্তনের ওপর চড়াও হয়ে তাকে মারধর করে।