Last Updated: Thursday, October 11, 2012, 16:04
ছাত্রদের সামনেই শিক্ষককে মারধরের অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার সাগরে। জখম শিক্ষককে সাগর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক। ক্লাসে ঢুকতে দশ মিনিট দেরি হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের শ্রীধাম গঙ্গাসাগর কপিলমুনি বিদ্যাভবনের শিক্ষক স্বরূপ মাইতির।