স্টারডাস্ট অ্যাওয়ার্ - Latest News on স্টারডাস্ট অ্যাওয়ার্| Breaking News in Bengali on 24ghanta.com
স্টারডাস্টে ব্রাত্য রণবীর

স্টারডাস্টে ব্রাত্য রণবীর

Last Updated: Sunday, January 27, 2013, 13:21

বছরের প্রায় সবকটি অ্যাওয়ার্ডে সেরার শিরোপা পেলেও স্টারডাস্ট অ্যাওয়ার্ডে ব্রাত্যই থাকলেন রণবীর বরফি কপুর। তবে প্রথম বারের জন্য পুরস্কৃত হলেন শাহরুখ খান। সেরা অভিনেতা(এডিটরস চয়েস) ও স্টার অফ দ্য ইয়ার(পুরুষ) দুটো খেতাবই উঠেছে শাহরুখের মাথায়। অন্যদিকে বরফির জন্য সেরা অভিনেত্রী(ড্রামা) ও স্টার অফ দ্য ইয়ার(মহিলা) দুটো পুরস্কারই গেছে প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে।