Last Updated: Thursday, September 27, 2012, 21:37
কাবাব বলতেই চোখের সামনে ভেসে ওঠে শিকে গাঁথা ঝলসানো সুবাসিত মাংসের টুকরো। লেবুর রস আর ধনে পাতার চাটনিতে মাখামাখি রাজকীয় স্টার্টার। তবে কাবাবের মতো লোভনীয় খাবারকে কি আর শুধুমাত্র স্টার্টারে আটকে রাখা যায়?