Last Updated: Thursday, October 4, 2012, 15:56
কুমিরকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে বছর আটেকের একটি ছেলে। তাও এক্কেবারে নির্ভয়ে। ভাবছেন, তাও আবার হয় নাকি? সম্ভব হয়। যদি ছেলেটির বাবার নাম হয়
স্টিভ আরউইন। স্টিভ পুত্র রবার্ট এবার পা গলালো বাবার জুতোতে। বাবার কোলে ঘুরে বেড়াত যে ছোট্ট রবার্ট সে এখন নিজের হাতে খাবার খাওয়াচ্ছে কুমিরকে। বেশ
কিছুদিন আগে থেকেই স্টিভের মেয়ে বিন্দিও বাবার পথে হাঁটতে শুরু করেছিল। এখন সেই পথের পথিক হল স্টিভ পুত্র রবার্টও।