Last Updated: Wednesday, July 3, 2013, 22:11
স্নোডেন-আতঙ্কে জেরবার সারা বিশ্বের কূটনৈতিক মহল। আতঙ্ক এতটাই যে, বিমানে স্নোডেন রয়েছেন, এই গুজবের জেরে বদলাতে হয় বলিভিয়ার প্রেসিডেন্টের বিমানের যাত্রাপথ। নিজেদের আকাশসীমায় বিমানকে ঢুকতে দেয়নি ফ্রান্স ও পর্তুগাল। শেষ পর্যন্ত স্পেনে জ্বালানি ভরে অস্ট্রিয়ার সহায়তায় দেশে ফিরতে পারেন বলিভিয়ার প্রেসিডেন্ট।