Last Updated: Saturday, December 15, 2012, 21:41
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এমন ৬০ জন বিদেশি ব্যক্তিত্বকে সম্মান জানাল বাংলাদেশ। সম্মানিতদের তালিকায় রয়েছে অনেক ভারতীয়র নামও। সম্মান প্রদান করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকেও। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানপ্রাপক এবং তাঁদের পরিবারের হাতে সম্মানপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পাশাপাশি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে অন্যান্য দেশের সহযোগিতা চান তিনি।