Last Updated: Tuesday, May 6, 2014, 20:01
প্রথম দল হিসাবে হন্ডুরাস বিশ্বকাপের জন্য চূড়ান্ত খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করল । সোমবার ২৩ জনের দল ঘোষণা করলেন হন্ডুরাস কোচ ফার্নান্ডো সুয়ারেজ। হন্ডুরাসের ঘোষিত ২৩ জনের দলে ৬জন ব্রিটিশজাত খেলোয়াড়। মুলত তারুণ্যের উপরই আস্থা রেখেছেন হন্ডুরাস কোচ। এবার বিশ্বকাপ গ্রুপ ই-তে রয়েছে হন্ডুরাস। এই গ্রুপে রয়েছে ফ্র্যান্স, সুইজারল্যান্ড এবং ইকুয়েডর।