হরকা বান - Latest News on হরকা বান| Breaking News in Bengali on 24ghanta.com
উত্তরকাশীতে বন্যা, সাহায্যের আবেদন রামকৃষ্ণ মিশনের

উত্তরকাশীতে বন্যা, সাহায্যের আবেদন রামকৃষ্ণ মিশনের

Last Updated: Tuesday, August 21, 2012, 20:29

ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরকশীর বিস্তীর্ণ অঞ্চল। বন্যার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, গৃহহারা হয়েছেন বহু মানুষ। দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বণ্টনের কাজ করছে রামকৃষ্ণ মিশন। মিশনের তরফে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।