Last Updated: Thursday, September 19, 2013, 00:01
জামাতের ডাকা হরতালের প্রথমদিনেই বাংলাদেশে অশান্তির বলি হলেন একজন। নোয়াখালিতে জামায়েত সমর্থকদের পাথরের ঘায়ে মৃত্যু হয়েছে এক অটোচালকের। সাতকানিয়াতে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিসকর্মী। চট্টগ্রাম, রাজশাহি, কুমিল্লায় পুড়েছে গাড়ি। তবে, ঢাকায় কোনও প্রভাবই ফেলতে পারেনি জামাতের হরতাল। বরং আবদুল কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে আরও বেশি করে সরব হয়েছে শাহবাগ।