Last Updated: Friday, July 26, 2013, 10:38
স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন তৈরির সময় তোলা না দেওয়ায় হামলা হল স্বাস্থ্য আধিকারিকের বাড়িতে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন তৈরি হচ্ছে। অভিযোগ, কেন তোলা দেওয়া হয়নি তা জানতে চেয়ে চড়াও হন তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সভাপতি তোবরক হোসেন। এনিয়ে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাঁর বচসাও হয়। অভিযোগ, এরপরই স্বাস্থ্যকর্তার বাড়িতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। পুলিসে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।