হলদিয়া পেট্রোকেমে - Latest News on হলদিয়া পেট্রোকেমে| Breaking News in Bengali on 24ghanta.com
দরপত্র খোলা হল না হলদিয়া পেট্রোকেমের, নিলামে অংশ নেয়নি রিলায়েন্স

দরপত্র খোলা হল না হলদিয়া পেট্রোকেমের, নিলামে অংশ নেয়নি রিলায়েন্স

Last Updated: Monday, October 7, 2013, 17:41

হলদিয়া পেট্রোকেমের শেয়ার হস্তান্তর নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। ঠিক হয়েছে সর্বোচ্চ দাম জেনে নিয়ে, সেই দামে শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে চ্যাটার্জি গোষ্ঠীকে। একমাসের মধ্যে চ্যাটার্জি গোষ্ঠী তা প্রত্যাখ্যান করতে পারে। প্রত্যাখ্যানের পর সেই শেয়ার বিক্রি করা হবে সর্বোচ্চ দরপত্রকারী সংস্থাকে। ক্ষতিতে চলা হলদিয়া পেট্রোকেমের শেয়ারের কতটা দাম উঠবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।