Last Updated: Wednesday, March 20, 2013, 21:11
শুরু হওয়ার আগে আইপিএল সিক্স চোটের গ্রহে ঠুকে পড়ছে। একের পর এক ক্রিকেটার প্রতিযোগিতা শুরু আগে হয় অনিশ্চিত হয়ে পড়ছেন, না হয় ছিটকে যাচ্ছেন। এই যেমন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। হাঁটুর চোটের জন্য আইপিএল সিক্সে খেলতেই পারবেন না দিল্লি ডেয়ারডেভিলসের কেপি। নিউজিল্যান্ড সফরে গিয়ে এক প্রস্তুতি ম্যাচের সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন পিটারসেন। এরপরই ডাক্তাররা জানান নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তো বটেই এমনকি আগামী ছয় থেকে আট সপ্তাহ মাঠেই নামতে পারবেন না পিটারসেন।