Last Updated: Saturday, October 1, 2011, 23:47
জমি জটে থমকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। আর তার জেরেই যানজটে নাকাল হচ্ছেন বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত এলাকার মানুষ। প্রতিদিন তীব্র যানজটে আটকে থাকছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার অংশ।