হাফ ছুটি - Latest News on হাফ ছুটি| Breaking News in Bengali on 24ghanta.com
জামাইষষ্ঠীতে হাফ ছুটির আমেজ

জামাইষষ্ঠীতে হাফ ছুটির আমেজ

Last Updated: Friday, June 14, 2013, 20:01

সাত সকালে অফিসে গিয়েই সুখবরটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা। আজ হাফ ডে। মানে হাফ ছুটি। জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্য সরকার হাফ ছুটির সার্কুলার পাঠিয়েছে দফতরে দফতরে। তাই আর আজ কাজ হল না। হাফ ডে-র আনন্দে হৈ হৈ করে কেটে গেল আরও একটি কাজের দিন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সরকারি কর্মীদের ছুটিটা ক্রমশ দীর্ঘ হচ্ছে এইভাবেই।