হামলার ছকে ছিল নাসিক - Latest News on হামলার ছকে ছিল নাসিক| Breaking News in Bengali on 24ghanta.com
নাশকতার ছকে ছিল নাসিক পুলিস অ্যাকাডেমি

নাশকতার ছকে ছিল নাসিক পুলিস অ্যাকাডেমি

Last Updated: Tuesday, July 3, 2012, 18:52

জেরায় আবু হামজা জানিয়েছে, নাসিকের পুলিস অ্যাকাডেমিতেও হামলার ছক কষেছিল জঙ্গীরা। ২০০৯`এর মার্চে লাহোরের পুলিস অ্যাকাডেমিতে সফল নাশকতার পরেই নাসিকে হামলার ছক কষে জঙ্গীরা। অন্যদিকে, ধৃত লস্কর জঙ্গী ও ২৬/১১ নাশকতার অন্যতম অভিযুক্ত আবু হামজার যে পাসপোর্ট মিলেছে তাতে স্থায়ী ঠিকানা রয়েছে পাকিস্তানের। এর ফলে ভারত ২৬/১১ হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে যে দাবি তুলছিল তা আরও জোরদার হল বলে মনে করা হচ্ছে।