Last Updated: Sunday, October 6, 2013, 18:53
টোকার অভিযোগ উঠল শাহরুখের বিরুদ্ধে। এর আগেও অনেকবার নিজের জীবনের স্ট্রাগল নিয়ে মিুখ খুলেছেন শাহরুখ। কিন্তু সেপ্টেম্বরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের বক্তৃতায় শাহরুখের বক্তব্য নাকি তাঁর নিজের নয়। হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিংয়ের এক বক্তৃতার বক্তব্যের সঙ্গে তার বিস্তর মিল পাওয়া গেছে। ২০০৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির বক্তৃতায় নাকি এভাবেই বলেছিলেন রাউলিং।