হিজবুল - Latest News on হিজবুল| Breaking News in Bengali on 24ghanta.com
হোলির সময় নাশকতার ছক রাজধানীতে

হোলির সময় নাশকতার ছক রাজধানীতে

Last Updated: Sunday, March 24, 2013, 08:42

হোলির সময়ে দিল্লির জনবহুল এলাকায় নাশকতার উদ্দেশ্যে ভারতে ফিরেছিল হিজবুল জঙ্গি সৈয়দ লিয়াকত শাহ। তাকে জেরা করে পুলিস জানতে পেরেছে, পুরোনো দিল্লির চাঁদনি চক ও নতুন দিল্লির একটি শপিং মল ছিল জঙ্গিদের টার্গেট। লিয়াকতের ৬ সঙ্গী এখনও রাজধানীতে লুকিয়ে রয়েছে বলে পুলিস নিশ্চিত। তাদের খোঁজে চলছে তল্লাসি।