Last Updated: Monday, December 9, 2013, 12:51
হিডকোয় জমি বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন গৌতম দেব। দুহাজার টাকার বন্ডে জামিন পান তিনি। আজ সকাল ১১টা নাগাদ গৌতম দেব পৌছন ব্যাঙ্কশাল কোর্টে। আগাম জামিন ছাড়াও আদালতে তিনি আবেদন জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে বারবার হাজিরা দেওয়ায় সমস্যা রয়েছে। তাই আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।