হিম্মতওয়ালা - Latest News on হিম্মতওয়ালা| Breaking News in Bengali on 24ghanta.com
হিম্মত থাকলে শেষ অবধি দেখুন

হিম্মত থাকলে শেষ অবধি দেখুন

Last Updated: Sunday, April 7, 2013, 13:55

হেডিংটা হেলাফেলার নয়, বিশেষ তাত্পর্যপূর্ণ। অন্তত আমার তো বার পাঁচেক মনে হয়েছিল নমস্কার ঠুকে উঠে পড়ি। নেহাত রিভিউ করতে এসে মাঝপথে উঠে পড়াটা বেআইনি বলে পারিনি। কাজেই যাঁরা ইতিমধ্যে ছবিটা দেখতে যাব-যাব করছেন, তাঁদের জন্য কয়েকটা স্ট্যাচুটরি ওয়ার্নিং দিয়ে রাখলাম। তার আগে দুচার কথা বলা অবশ্যকর্তব্য।