Last Updated: Thursday, October 4, 2012, 15:28
দেওয়ালে পিঠ ঠেকে গেলে মহাতারকারা কতটা ভয়ানক হতে পারে সেই কথাটা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদে তাঁর আর মন টিকছে না এমন খবরের পর রোনাল্ডো একবারে `ক্ষেপে` উঠেছেন। আর রোনাল্ডোর সেই স্বপ্নের ফর্মের সুফল পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ শুধুই রোনাল্ডো ম্যাজিকে আছন্ন।