১০০ বছর জন্মদিন - Latest News on ১০০ বছর জন্মদিন| Breaking News in Bengali on 24ghanta.com
১০০ বছরের বৃদ্ধা চেনেন শুধু বিগ বিকেই

১০০ বছরের বৃদ্ধা চেনেন শুধু বিগ বিকেই

Last Updated: Tuesday, August 20, 2013, 00:04

গত ১৮ অগাস্ট ১০০ বছর পূর্ণ করেছেন সান্টাক্রুজের বাসিন্দা বার্নাডিন ডি`সুজা। আর সেইদিন তিনি জীবনের সেরা উপহারটা পেলেন স্বয়ং বিগ বি-র কাছ থেকে। দীর্ঘদিন ধরে অ্যালজাইমারে ভুগছেন বার্নাডিন। নিজের নাতি, আত্মীয় কাউকেই চিনতে পারেন না তিনি। চিনতে পারেন শুধু বিগ বিকে। তাই তাঁর পরিবার অমিতাভকে অনুরোধ করেছিল বার্নাডিনকে শুভেচ্ছা পাঠানোর জন্য।