Last Updated: Tuesday, November 20, 2012, 18:54
করিনা অফিশিয়ালি মিসেস খান হওয়ার পর থেকেই মনটা বিয়ে বিয়ে করছিল বিদ্যার। বিয়ের খবরও পাওয়া গিয়েছিল আগেই। এবার পাকাপাকি ভাবে দিনটাও জানিয়ে দিলেন বিদ্যা। ১৪ ডিসেম্বর। ওইদিনই ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুরের গলায় মালা দেবেন তিনি।