Last Updated: Tuesday, February 12, 2013, 17:07
২০২০ অলিম্পিকে খেলতে দেখা যাবে না কুস্তিগিরদের। মঙ্গলবার আইওসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ২০২০ অলিম্পিক থেকে কুস্তিকে বাদ দেওয়া হল। যার মানে দাঁড়াল তীর্থের কাকের মত অলিম্পিকে পদকের আশায় বসে থাকা ভারতীয়দের হতাশা আরও বাড়বে। কারণ অলিম্পিকে যে হাতে গোনা কটা খেলায় পদক আসে তার মধ্যে কুস্তি থাকে প্রথম সারিতে। পরপর দুটো অলিম্পিকে তিনটি পদক আসে কুস্তি থেকে।