Last Updated: Friday, August 16, 2013, 21:34
বাড়িতে সেটটপ বক্স বসানোর চরম সময়সীমা বেঁধে দিল ট্রাই। তাহলে ২৩শে অগাস্ট পর্যন্ত সময় আছে আপনার হাতে। সেদিনের মধ্যে এই শর্ত পূরণ না করলে আপনি কালো তালিকাভূক্ত গ্রাহক হয়ে যাবেন। অর্থাত্ পে চ্যানেল বা ফ্রি চ্যানেল, কোনওটাই দেখা যাবে না আপনার টিভি সেটে।