Last Updated: Friday, August 16, 2013, 19:08
পঞ্চান্নয় পা রাখলেন ম্যাডোনা। অথচ এখনও তিনি যেন সেই তিরিশের কোঠায়। শরীরও যেন তাঁর মনের সঙ্গে মানিয়ে নিয়েছে। সেখানে ক্লান্তি বা বিশ্রামের কোনও জায়গাই নেই। তাই থেমে থাকা নয়। মধ্য পঞ্চাশেও আরও বেশি করে কাজ করতে চান পপ সম্রাজ্ঞী। ফলে বয়স যত বাড়ছে, কাজের বহরও ততই বাড়ছে।