Last Updated: Thursday, January 17, 2013, 11:04
গতকয়েকদিন ধরে চলতে থাকা যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে ছটি বোইং-৭৮৭ ড্রিমলাইনারের উড়ানে লাল সিগনাল দিল ডিজিসিএ। যান্ত্রিক জটিলতার অভিযোগকে কেন্দ্র করে গভীর সঙ্গটে ভারতে ড্রিমলাইনার উড়ানের ভবিষ্যত। নিরাপত্তার কারণেই এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনারের উড়ান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন।