Last Updated: Tuesday, July 10, 2012, 12:50
"দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও সেভাবে দায়িত্ব নিচ্ছেন না রাহুল গান্ধী! এমনকী, নতুন প্রজন্মকে কোনও নতুন দিশাও দেখাতে পারছেন না তিনি!" একের পর এক নির্বাচনী পরাজয়ে ধ্বস্ত কংগ্রেস শিবিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি করল সলমন খুরশিদের এই বক্তব্য।