Last Updated: Wednesday, January 30, 2013, 16:58
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছরের প্রথম ‘এল ক্লাসিকো’। যা নিয়ে মাদ্রিদ থেকে ম্যানচেস্টার। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া। আবেগ আর উত্তেজনায় ফুটবলবিশ্ব একাকার। ম্যাচটাই নেহাতই কোপা ডে রে কাপের সেমিফাইনাল, কিন্তু এই ম্যাচ নিয়ে মেতেছে বিশ্ব। একদিকে স্পেনের দুই বড় শহরের সম্প্রদায়গত ঐতিহ্যের লড়াই আর অন্য দিকে মেসি বনাম রোনাল্ডোর মুখরোচক দ্বৈরথটা নিয়ে মেতেছে সবাই।