Last Updated: Sunday, March 10, 2013, 13:20
আরও একটা সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। পরিচালক রেশমি মিত্রর বোনা ‘মুক্তি’ ছবিতে ঋতুপর্ণা প্রেমে পড়বেন অল্প বয়সী ছেলের সঙ্গে। স্বামী তাঁর প্রতি যথেষ্ট মনোযোগী নন, বরাবরই তিনি থাকেন দূরে দূরে। অবশ্য কেরিয়ারের সঙ্গে আপোস করতে না-পেরে ঋতুপর্ণাও পছন্দ করেন স্বামীর থেকে দূরে থাকতেই। সে থেকেই অল্প বয়সী এক ছাত্রের সঙ্গে প্রেম করবেন ঋতুপর্ণা।