দেহব্যবসায় জড়িত থাকায় এলোপাথারি গুলি চালিয়ে গণহত্যা বাগদাদে

দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে এলোপাথারি গুলি চালিয়ে গণহত্যা বাগদাদে

দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে এলোপাথারি গুলি চালিয়ে গণহত্যা বাগদাদে------------------------------------------
পূর্ব বাগদাদের একটি বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে কমপক্ষে ২৯ জনকে খুন করল বন্দুকবাজরা। মৃতদের মধ্যে কমপক্ষে কুড়িজন মহিলা। শনিবার সন্ধেয় ছদ্মবেশে পূর্ব বাগদাদের ওই বহুতলে দুষ্কৃতীরা হানা দেয়। প্রাথমিক অনুমান মৌলবাদী কোনও গোষ্ঠীই এই কাজ করেছে।

বন্দুকবাজরা ওই অ্যাপার্টমেন্টে বেশ কিছু পোস্টারও ফেলে গিয়েছে। তাতে দাবি করা হয়েছে দেহ ব্যবসায় জড়িত থাকার জন্যই ওই মহিলাদের খুন করেছে মৌলবাদীরা। এই খবর ছড়িয়ে পড়ার পর কার্যত স্তম্ভিত গোটা বিশ্ব।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

First Published: Sunday, July 13, 2014, 17:16


comments powered by Disqus