Last Updated: June 18, 2014 22:47

একসঙ্গে বসে টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ দেখার সময় আত্মঘাতী বিস্ফোরণে নাইজেরিয়ায় মৃত্যু হল ২১ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক ও শিশু। গতকাল রাতে ইয়োবের দামাতারু শহরে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখছিলেন অধিকাংশ বাসিন্দা। আচমকা বিস্ফোরকবোঝাই ট্যাক্সিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এর পিছনে বোকো হারাম জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
ফুটবল খেলাকে ইসলাম বিরোধী বলে আগেই ঘোষণা করেছে বোকো হারাম সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। বিস্ফোরণের পরই ইয়োব সহ ৩টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের সংখ্যা এতটাই বেশি যে তা গোনা সম্ভব হচ্ছে না। একের পর এক মিলিটারি এবং পুলিস ট্রাক বোঝাই করে আহতদের হাসপাতালে আনা হয়। পনের জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
First Published: Wednesday, June 18, 2014, 22:47