ফের ঢাকার রাজপথে মিছিল গণ জাগরণ মঞ্চের

ফের ঢাকার রাজপথে মিছিল গণ জাগরণ মঞ্চের

ফের ঢাকার রাজপথে মিছিল গণ জাগরণ মঞ্চেরযুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ফের ঢাকার রাজপথে মিছিল করল গণ জাগরণ মঞ্চ। মিছিলে শতঃস্ফর্ত ভাবে অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ।

একাত্তরের মুক্তি যুদ্ধে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানাতে গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ। বিগত কয়েক মাস ধরে তারা এনিয়ে বিভিন্ন জায়গায় প্রচার অভিযানও চালিয়েছে। অবশেষে এবার নিজেদের দাবি নিয়ে পথে নামল তারা। সংগঠনের অভিযোগ, একাত্তরের মুক্তি যুদ্ধের বিচার প্রক্রিয়ায় বিলম্বের জন্য দায়ী দেশের রাজনীতিকরাই।

২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে একাত্তরের মুক্তি যুদ্ধে জড়িতদের মানবতা বিরোধী অপরাধে চার্জ গঠনের সিদ্ধান্ত নেয় আওয়ামি লিগ সরকার। তারপর থেকেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। হিংসায় মৃত্যু হয় দুই শতাধিক মানুষের। তবু থামেনি বিরোধিতা। তারমধ্যেই চলছে বিচার।

First Published: Monday, June 30, 2014, 09:24


comments powered by Disqus