মাত্র ৮৩ সেকেন্ডে পৌছে যান টোকিও থেকে সানফ্রানসিস্কো

মাত্র ৮৩ সেকেন্ডে পৌছে যান টোকিও থেকে সানফ্রানসিস্কো



টোকিও থেকে সানফ্রান্সিস্কো যেতে কতক্ষণ লাগে? উত্তর সকলেরই জানা। ৯ ঘণ্টা ৩৫ মিনিট। তবে এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে মাত্র ৮৩ সেকেন্ডেই পৌছে যাওয়া যায় টোকিও থেকে সানফ্রানসিস্কো। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই যাত্রার ৩,৪০০টি ছবি মাত্র ৮৩ সেকেন্ডেই পার করেছে এই দীর্ঘ পথ।

একটি বোয়িং ৭৪৭ বিমান থেকে তোলা হয়েছে এই ছবি। যেভাবে ড্যাশবোর্ড থেকে মেঘের স্তরের মধ্যে দিয়ে যাত্রাপথের ছবি তোলা হয়েছে তা সত্যিই চমকপ্রদ। আর সবথেকে সুন্দর কী? দেখতে পাবেন রাত ১২টা ৪৩ মিনিটে সূর্যদয়ের মধ্যে দিয়ে বিমানের যাত্রা।

দেখুন ভিডিও,

First Published: Tuesday, July 15, 2014, 13:34


comments powered by Disqus