Last Updated: July 16, 2014 12:49

সাম্প্রতিক কালের সবথেকে নাটকীয় রদবদলের সাক্ষী রইল ব্রিটিশ ক্যাবিনেট। বিদেশ সচিব উইলিয়াম হগের পদত্যাগের পর বহিষ্কার করা হল অন্যান্য ৬ ক্যাবিনেট সদস্যকে। ছয় বর্ষীয়ান সদস্যের বদলে ক্যাবিনেটে জায়গা করে নিলেন তরতাজা মহিলা ব্রিগেড।
শিক্ষা দফতরের নতুন সচিব হলেন নিকি মরগ্যান, পরিবেশ দফতরের নতুন সচিব লিজ ট্রুস। এমপ্লয়মেন্ট মিনিস্টার হিসেবে ক্যাবিনেটে যোগ দিল এসথার ম্যাকভে। এছাড়াও নতুন সদস্য়দের মধ্যে রয়েছেন অ্যানা সবরি, প্রীতি পটেল, ক্লেয়ার পেরি, অ্যাম্বার রুড ও পেনি মরড্যান্ট। রদবদলের পর ক্যামেরুন টুইট করেন, আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনা ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়েই গড়া হয়েছে নতুন দল।
রদবদলের পর এখন ব্রিটিশ ক্যাবিনেটে ৬ মহিলা সদস্য। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন ওয়েন প্যাটারসন ও ডেভিড জোনস। এঁরা দুজনেই সমকামী বিবাহের বিরোধিতা করেছিলেন।
First Published: Wednesday, July 16, 2014, 12:51