অনির্দিষ্টকালের ধর্মঘটে আসানসোলের ঠিকা শ্রমিকরা

অনির্দিষ্টকালের ধর্মঘটে আসানসোলের ঠিকা শ্রমিকরা

বেতন বৃদ্ধি, পিএফ, ইএসআই সহ একাধিক দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে আসানসোল পৌরনিগমের প্রায় পনেরোশ ঠিকা শ্রমিক। এর ফলে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে জল সরবরাহ, জঞ্জাল সাফাইয়ের মত একগুচ্ছ নাগরিক পরিষেবা। রামজান মাসে এরকম ধর্মঘট হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। একথা মাথায় রেখেই পৌরনিগমের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তাঁরা তৈরি।

তাঁর দাবি, জলের মত একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে কুড়ি দিন আগে নোটিস দিতে হয়। কিন্তু এক্ষেত্রে আন্দোলনকারীরা তা করেন নি। বর্তমানে ঠিকা শ্রমিকদের দৈনিক বেতন একশো পঁয়ত্রিশ টাকা। কিন্তু যেহারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং চিকিত্‍‍সার খরচ বাড়ছে, তাতে এই টাকায় তাঁদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বহু বার পৌর নিগমের আধিকারিকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েও কোনও ফল হয়নি। তাই বাধ্য হয়েই আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।

First Published: Monday, July 7, 2014, 08:45


comments powered by Disqus