Jarina Bibi will meet President for justice

বিচার চাইতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন জারিনা বিবি

কামদুনি, খরজুনার পর এবার লাভপুর। সুবিচারের দাবি নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন জারিনা বিবি। রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জারিনা বিবির সঙ্গে দেখা করার পর পরিবারের নিরাপত্তা নিয়ে জেলা পুলিস সুপারের সঙ্গে কথা বলেন অধীর চৌধুরী।

তিন ছেলেকে হারিয়েছেন। তারপরও চলছে লাগাতার হুমকি। প্রাণভয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মগোপন করে থাকছে জারিনা বিবির পরিবার। আতঙ্কে কেউই গ্রামে ফিরতে পারছেন না। কারণ খুনের ঘটনায় প্রধান অভিযুক্তের নাম মনিরুল ইসলাম, লাভপুরের তৃণমূল বিধায়ক। । আর হুমকি আসছে মণিরুলের সাঙ্গোপাঙ্গোদের কাছ থেকেই। তবে এত হুমকি সত্ত্বেও ন্যায় বিচারের লড়াই থেকে সরে আসতে নারাজ জারিনা বিবি।

সন্তান হারানোর শোক ভুলে সুবিচারের আশায় এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন জারিনা বিবি। শনিবার লাভপুরে গিয়ে জারিনা বিবির সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কথা দেন রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন তিনিই। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় নতুন করে হুমকির মুখে পড়তে হয়েছে জারিনা বিবিকে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টেলিফোনে পুলিস সুপারের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।


First Published: Saturday, July 5, 2014, 17:58


comments powered by Disqus