ঘরছাড়াদের ফেরাতে গিয়ে তৃণমূলী সন্ত্রাসের মুখে বামেরা

ঘরছাড়াদের ফেরাতে গিয়ে তৃণমূলী সন্ত্রাসের মুখে বামেরা

Tag:  Left TMC Burdwan
ঘরছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ল বাম প্রতিনিধিদল। আজ বর্ধমানের হাটগোবিন্দপুরে বিমান বসু সহ অন্য বাম নেতাদের কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। কয়েকজনকে ঘরে ফেরাতে পারলেও, তৃণমূলের বাধায় শেষ পর্যন্ত ফিরে আসে বাম প্রতিনিধিদল। পঞ্চাননতলা, কেশপাড়া, হনুমানডাঙা। বর্ধমানের হাটগোবিন্দপুরের এসব এলাকায় গত তিনমাস ধরে প্রায় আড়াইশো বাম কর্মী ঘরছাড়া। তৃণমূলের সন্ত্রাসেই তারা ঘরছাড়া বলে বামেদের অভিযোগ। সোমবার সেই ঘরছাড়াদেরই ঘরে ফেরাতে গিয়েছিলেন বিমান বসুরা। পঞ্চাননতলায় তাঁরা ঢুকতেই শুরু হয় বিক্ষোভ।

তবু দমেননি বাম নেতারা। পঞ্চাননতলা, কেশপাড়ায় ঘরছাড়া বেশ কয়েকজনকে ঘরে ফিরিয়েও দেন তাঁরা। বেশ কিছুদিন পরে ঘরে ফিরে এলেন বাম সমর্থক ঝুমা রায়। শোনালেন সন্ত্রাসের বৃত্তান্ত। তৃণমূল নেতারা অবশ্য সন্ত্রাসের অভিযোগ মানতে নারাজ।ঘরছাড়াদের নিয়ে বাম প্রতিনিধিদল হনুমানডাঙায় পৌছতেই পরিস্থিতি চরমে ওঠে। বাম নেতাদের ঘিরে বিক্ষাভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। এরপরই এলাকা ছেড়ে চলে যান বাম নেতারা।

৯ জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল বাম প্রতিনিধিদল। দলীয় কর্মীদের উপর হামলা বন্ধের আর্জি জানানো হয়েছিল। তারপর এক মাস কেটে গিয়েছে। কিন্তু সেই ট্রাডিশন চলছেই।

First Published: Monday, July 14, 2014, 23:58


comments powered by Disqus