মালদায় রিজ কাণ্ডের ছায়া, পুলিসি হানায় ঘরছাড়া নবদম্পতি

মালদায় রিজ কাণ্ডের ছায়া, পুলিসি হানায় ঘরছাড়া নবদম্পতি

মালদায় রিজ কাণ্ডের ছায়া, পুলিসি হানায় ঘরছাড়া নবদম্পতি
ভালোবেসে বিয়ে করাটাই কাল হল। এখন পুলিসি হানায় ঘরছাড়া নবদম্পতি। মালদার মালতীপুরের এই ঘটনার নেপথ্যে এক আরএসপি বিধায়ক। মেয়ে বাড়ির অমতে বিয়ে করায় তিনি জামাইয়ের বাড়িতে রীতিমতো পুলিস লাগিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। পুলিস সুপারের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। উল্টে প্রাণ সংশয়ের আশঙ্কাও করছেন ওই যুবক-যুবতী।এ যেন আর এক রিজওয়ানুর কাণ্ডের ছায়া। মালতীপুরে স্কুলে পড়তে পড়তেই দুজনের আলাপ। আলাপ থেকে প্রেম। তারপর বিয়ে। এখানেই আপত্তি মেয়ের বাবা তথা মালতীপুরের আরএসপি বিধায়ক আবদুল রহিম বক্সির। বেয়াদপ মেয়ে-জামাইকে শায়েস্তা করতে তিনি মানিকচক ও রতুয়া থানার পুলিসকে কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ। পুলিস ওই যুবকের বাড়িতে তল্লাশির নামে নিয়মিত হানা দিচ্ছে। এমনকী একশ্রেণির দুষ্কৃতীও টেলিফোনে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওই দম্পতির।

শান্তিতে থাকতে চেয়ে প্রায় তিন মাস আগে মালদার পুলিস সুপারের দ্বারস্থ হয়েছিলেন ওঁরা দুজন। কিন্তু সাড়া মেলেনি।

পুলিস কেন নির্বিকার? মন্তব্য করতে চাননি পুলিস সুপার। অথচ প্রাপ্তবয়স্ক ওই যুবক-যুবতী আইন মেনেই বিয়ে করেছেন। কাজেই তাঁদের এই হেনস্থা রীতিমতো বেআইনি। বলছেন আইনজীবী।

শেষমেশ প্রশাসনের টনক নড়ে কি না, এখন সেটাই দেখার।

First Published: Friday, July 11, 2014, 12:01


comments powered by Disqus