Trinamool MP Tapas Pal`s Rape Threat

`দাদার কীর্তি`, শালীনতার সব সীমা ছাড়িয়ে প্রকাশ্য জনসভায় বিরোধীদের ধর্ষণের হুমকি দিলেন তৃণমূল সাংসদ তাপস পাল





২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল তৃণমূল সাংসদ তাপস পালের রংবাজি। নদিয়ার চৌমাহা গ্রামে বিরোধীদের গুলি করার হুমকি দিলেন তৃণমূল সাংসদ। দিলেন ধর্ষণের হুমকিও। তাপস পাল বললেন, তিনি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছেন। বেগরবাই করলেই বিরোধীদের গুষ্ঠিশুদ্ধু নিকেশ করে দেবেন। শুধু তাই নয়, বাড়ি বাড়ি ঢুকে, ছেলে পাঠিয়ে ধর্ষণের হুমকি দিলেন তিনি।

মণিরুল ইসলাম, অণুব্রত মণ্ডলের পর তাপস পাল। কৃষ্ণনগরের সাংসদ প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন ``আমি প্রচুর মস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিআইএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পরে আমি ছেড়ে কথা বলব না। বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনও সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি, ঘর জ্বালিয়ে দেব।``

লোকসভা ভোটের প্রচারের সময়ও বিরোধীদের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। এবার নিজেই তাঁর অশ্লীলতার সীমাকে ছাপিয়ে গেলেন। এর আগে এ রাজ্যে কোনও রাজনৈতিক নেতা সরাসরি ধর্ষণের হুমকি দেননি। যে দলের সাংসদ তাপস পাল সেই দলের শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা যে দলের সুপ্রিমো সেই দলের সাংসদ কী ভাবে ধর্ষণের প্ররোচনা দেন সেই নিয়েই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে।

First Published: Tuesday, July 1, 2014, 09:37


comments powered by Disqus