Last Updated: December 7, 2011 10:42

চক্ররেলে বড়বাজার স্টেশনের পাঁচিল ভেঙে মৃত্যু হল একজনের। মৃতের নাম অর্জুন যাদব। তিনি বড়বাজারের পোস্তা এলাকার বাসিন্দা। আহত হয়েছেন দুজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত একটা-দেড়টা নাগাদ আচমকাই স্টেশন সংলগ্ন এলাকার পাঁচিল ভেঙে পড়ে। তবে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ পরেও কেউ আসেননি। ঘটনাস্থলে পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিস। পৌঁছন স্থানীয় কাউন্সিলারও। ঘটনার জেরে এলাকায় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
First Published: Wednesday, December 7, 2011, 14:56