Last Updated: Tuesday, April 3, 2012, 11:52
অটো চালকদের আন্দোলন রুখতে কার্যত সম্মুখ সমরে নামলেন তৃণমূল বিধায়ক পরেশ
পাল। কাঁকুড়গাছি-ফুলবাগান এলাকায় দলীয় কর্মীসমর্থকদের নিয়ে পরেশবাবু
অটোচালকদের ওপর চড়াও হন। চালকদের মারধর করেন তিনি। কান ধরে চালকদের ওঠবোসও
করান পরেশ পাল। আজকের হামলার পক্ষে সাফাইও দিয়েছেন এই তৃণমূল বিধায়ক। তিনি
ঠিক কাজই করেছেন বলে মন্তব্য করেছেন পরেশবাবু।