Last Updated: October 31, 2011 14:07

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘণ্টায় ফের মৃত্যু হয়েছে একটি শিশুর। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে দুদিনের এই নবজাতকের। মৃত শিশুর পরিবারের তরফেও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির কোনও অভিযোগ করা হয়নি। এর আগে এই হাসপাতালে শনিবার থেকে রবিবার মধ্যে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছিল। এই ঘটনার জেরে রোগীর আত্মীয়রা গতকালই হাসপাতালের চিকিত্সা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিত্সায় গাফিলতির কোনও ঘটনা ঘটেনি। চিকিত্সাধীন শিশুদের শারীরিক অবস্থা খারাপ থাকার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
First Published: Monday, October 31, 2011, 14:11